আর মাত্র এক সপ্তাহ পরই পর্দা উঠবে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের। বার্ষিক সম্মেলনটির পুরোটাই হবে অনলাইনে। ইভেন্টটি সরাসরি দেখা যাবে ক্যালিফোর্নিয়ার সান হোসে থেকে। দেখতে হলে অ্যাপলের ইভেন্ট পেজে (https://www.apple.com/apple-events/) ক্লিক করতে হবে ৬ জুন রাত ১১টায়।
এ ছাড়া অ্যাপলের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল থেকেও দেখা যাবে। ইভেন্ট চলবে ১০ জুন পর্যন্ত। আইফোনের সফটওয়্যার আপডেটের জন্য ঘোষণা দেওয়া হবে ‘আইওএস ১৬’ সংস্করণের। এর পরই রেজিস্টার্ড ডেভেলপাররা পাবেন বেটা সংস্করণটি যাচাই-বাছাই করার সুযোগ। আইওএস ১৬-তে থাকবে ছবি থেকে টেক্সট সিলেক্ট করার সুবিধা। ফিচারটির নাম হবে ‘টেক লাইভ টেক্সট’। এ ছাড়া দূরে থেকেও একসঙ্গে কোনো অনুষ্ঠান উপভোগের জন্য থাকবে ‘শেয়ার প্লে’ ফিচার। আসন্ন আইফোন ১৪ মডেলে ‘আইওএস ১৬’-র পূর্ণাঙ্গ সংস্করণ দেখা যাবে। ‘আইপ্যাডওএস ১৬’ ও ‘টিভিএএস ১৬’ সংস্করণের বিভিন্ন ফিচার সম্পর্কেও তথ্য দেবে অ্যাপল। হার্ডওয়্যারের মধ্যে থাকবে রিডিজাইন্ড ম্যাক প্রো। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের আয়োজনে দেখা মিলতে পারে অ্যাপলের তৈরি ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি হেডসেটের।
সূত্র : দ্য টেক অ্যাডভাইজার