Friday, April 19, 2024
spot_img
Homeজাতীয়অনন্য মাইলফলকের হাতছানি; মুশফিকের চাই ১৪৪

অনন্য মাইলফলকের হাতছানি; মুশফিকের চাই ১৪৪

নতুন বছরের প্রথম দিন থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কন্ডিশন বিবেচনায় সাত ব্যাটার, তিন পেসার এবং একজন স্পিনার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। এই সিরিজেই ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমের সামনে অনন্য মাইলফলকের হাতছানি।

দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে  পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে বাংলাদেশের সাবেক অধিনায়কের আর ১৪৪ রান দরকার। ৭৭ টেস্টে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরিতে ৪৮৫৬ রান আছে মুশফিকের। নিউজিল্যান্ডের মাটিতে তাঁর পারফরম্যান্স বেশ ভালো। চার টেস্টের আট ইনিংসে ২২২ রান করেছেন।

নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট  আটটি টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে মুশফিকের সংগ্রহ ৪২৫ রান। বাংলাদেশের মিডল অর্ডার এখনো তাঁর ওপর নির্ভরশীল। মুশফিকও বরাবরের মতোই আস্থার প্রতিদান দেবেন—এটাই সবার প্রত্যাশা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments