Monday, March 27, 2023
spot_img
Homeবিনোদনঅনন্য ইমনের ‘মাই ট্রু লাভ’

অনন্য ইমনের ‘মাই ট্রু লাভ’

তরুণ নাট্য নির্মাতা অনন্য ইমন নির্মাণ করছেন নতুন রোমান্টিক নাটক ‘মাই ট্রু লাভ’। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে ফারিয়া ও ইভান চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী ও শেহতাজ।

নাটকটিতে দেখা যাবে- ইভান ও ফারিয়া দুজন খুব ভালো বন্ধু। পড়াশুনা শেষ করে দুজনই চাকরির জন্য চেষ্টা করছে। এরা দুজন বন্ধু হলেও দুজন দুই চরিত্রের অধিকারী। একজন তথাকথিত ওভার স্মার্ট, অন্যজন একটু সহজ-সরল। এ নিয়ে দুজনের মাঝে সারাক্ষণ খুনসুঁটি চলে। ওভার স্মার্টনেস কোনো সময় সাফল্য বয়ে আনতে পারে না। এ কথাটি ইভান ফারিয়াকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। একটা সময় ফারিয়ার প্রেমের প্রস্তাবে রাজি হয় ইভান। তখনই ইভানের সঙ্গে শুরু হয় ফারিয়ার নতুন গেম। ইভানের সঙ্গে ফারিয়ার গেম দেখতে চোখ রাখতে হবে মাছরাঙ্গা টেলিভিশনে।

নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন, ভালোবাসার নাটকের আলোচিত ধারায় ‘মাই ট্রু লাভ’ ব্যতিক্রম, কেননা নাটকটিতে ভালোবাসার চিরন্তন কমিটমেন্টের মেসেজ আর সম্পর্কের টানাপোড়েন বিনোদনের মোড়কে দর্শকের মনে পৌঁছে দেওয়ার চেষ্টা রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইমজির মল্লিকের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন সেজান নূর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments