Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনঅনন্ত জলিলের ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত : অঞ্জনা

অনন্ত জলিলের ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত : অঞ্জনা

আন্তর্জাতিক শব্দের ব্যবহার শুনতে শুনতে বিরক্ত খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা। বিরক্তি প্রকাশ করে এককথায় অনন্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উপমহাদেশের বিভিন্ন ভাষায় অভিনয় করা এই গুণী অভিনয়শিল্পী।

বুধবার অঞ্জনা নিজের চলচ্চিত্রের বেশ কয়েকটি ছবির পোস্টার প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে বলিউডসহ একাধিক দেশের বিভিন্ন ভাষায় অভিনয় করা চলচ্চিত্রের পোস্টার।

অঞ্জনা লিখেছেন, ‘মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা। আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম, দেখে নিন। ‘

অঞ্জনা বলেন, ‘আপনার এই ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? আপনি আবার বলেছেন এ দেশে এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। ‘

অভিনেত্রী বলেন, ‘এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মিস্টার অনন্ত জলিল, আপনি হয়তো জানেন না, আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব তিনটি ভাষা উর্দু, পাঞ্জাবি ও পশতু ভাষার ব্যবসাসফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি। ‘

অঞ্জনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি। তাই কিছু বলার আগে একটু ভেবে নেবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন। ‘

অনন্ত চলচ্চিত্রের ইতিহাস জেনে কথা বলার পরামর্শ দিয়েছেন অঞ্জনা। তিনি বলেন, ‘আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি। শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments