Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনঅধরা খানের ভাবি সিমলা!

অধরা খানের ভাবি সিমলা!

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত নতুন সিনেমা ‘দখিন দুয়ার’র শুটিং। এ সিনেমায় শুরু থেকেই কাজ করছেন চিত্রনায়িকা অধরা খান। এবার তার সঙ্গে যোগ দিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। 

এ সিনেমায় তার চরিত্রের নাম রাজিয়া। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। গল্পে সিমলাকে দেখা যাবে অধরার ভাবির চরিত্রে। 

সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। সিমলার সঙ্গে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে অধরা খান বলেন, “এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। ‘নায়ক’ নামে একটি সিনেমায় মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। এরপর সুযোগ পেলাম সিমলা আপুর সঙ্গে অভিনয় করার। তিনিও ভীষণ সহযোগিতা পরায়ণ। সত্যি কথা বলতে বড় শিল্পীদের মন-মানসিকতা, তাদের সহযোগিতা করার মানসিকতাটিই আসলে অন্যরকম। 

এ দুজনের সঙ্গে কাজ না করলে সেটা বুঝতাম না। আর অবশ্যই ডায়মন্ড স্যারের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি এ সিনেমায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ এদিকে সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত অধরা অভিনীত ‘সুলতানপুর’। 

এ সিনেমায় তাকে দেখা যাবে সীমান্ত এলাকার একজন নেত্রীর ভূমিকায়। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। এগুলোরও নিয়মিত শুটিং করছেন তিনি। অন্যদিকে সিমলাও অভিনয়ে নিয়মিত হয়েছেন। নাটক ও সিনেমা-দুমাধ্যমেই কাজ করছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments