Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনঅতীত ভুলে জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

অতীত ভুলে জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

পাকিস্তানের মাটিতে বসে ভারতের প্রখ্যাত কবি, গীতিকার জাভেদ আখতারের একটি মন্তব্যকে ঘিরে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। 

সম্প্রতি লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জাভেদ আখতার মনে করিয়ে দিয়েছেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা বহু বছর পরেও ভুলতে পারেননি তিনি।

অনুষ্ঠানে পাকিস্তানি একজন জাভেদ আখতারকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? পাকিস্তানের মানুষ শুধু আপনাদের ওপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন, এটা বলবেন কি?’ মূলত এই প্রশ্ন থেকেই সূত্রপাত হয় জাভেদের বক্তব্যের।

জবাবে তিনি বলেন, দোষারোপ করে কোনো লাভ নেই। পরস্পরের প্রতি দোষারোপ করে এর সমাধান পাওয়া যাবে না। তারপরেই রীতিমতো কড়া ভাষায় কথা বলতে থাকেন তিনি। 

শিল্পীদের প্রসঙ্গ টেনে এনে জাভেদ বলেন, ‘মেহেদি হাসান বা নুসরাত ফাতেহ আলি খানের মতো শিল্পীদের বারবার ভারতে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে।  কিন্তু ভারতীয় শিল্পীদের সঙ্গে পাকিস্তানে সেই কাজ করা হয়নি। লতা মুঙ্গেশকরকে তো কখনো পাকিস্তান সেই সম্মান দেয়নি। 

এরপর তিনি আরো বলেন, ‘আমরা মুম্বাইয়ের মানুষ। আমরা দেখেছি, কিভাবে সেখানে হামলা হয়েছিল। যারা সেই হামলা করেছে তারা নরওয়ে থেকে আসেনি, তারা মিসর থেকে আসেনি। তারা এখনো এই দেশে (পাকিস্তানে) স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে। লেখককে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় নাগরিক ও শিল্পী-অভিনেতারা।

জাভেদ আখতারের এমন মন্তব্য নজর এড়ায়নি বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতেরও। এর আগে বহুবার বিভিন্ন বিষয়ে জাভেদ আখতারের সমালোচনা করলেও এ বিষয়ে তার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা। 

জাভেদ আখতারের মন্তব্যের ভিডিও রি-টুইট করে লিখেছেন, ‘যখনই আমি জাভেদ সাবের কবিতা শুনি আমার মনে হয় দেবী সরস্বতী সত্যিই তাকে আশীর্বাদ করেছেন, কিন্তু দেখুন একজন ব্যক্তির মধ্যে অবশ্যই কিছু সত্য থাকে, আর সে কারণে তার মধ্যে দেবত্ব বাস করে। জয় হিন্দ জাভেদ আখতার সাব। উনি তো একপ্রকার বাড়িতে ঢুকে মেরে এলেন।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাভেদ আখতারের সঙ্গে এর আগে কঙ্গনার সম্পর্ক মোটেও সৌহার্দপূর্ণ নয়। ২০২০ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মানলা করেছিলেন জাভেদ আখতার। অভিযোগ ছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কোনোরকম কারণ ছাড়াই তার নাম জড়িয়েছেন কঙ্গনা। 

পাল্টা অভিনেত্রীও জাভেদের বিরুদ্ধে ‘ভয় দেখানোর’ অভিযোগ নিয়ে আদালতে পাল্টা অভিযোগ জানিয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments