Sunday, October 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকঅতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ

অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার দেশের অতীতের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ কথা স্বীকার করেছেন। এর পুনরাবৃত্তি ঠেকানোরও অঙ্গীকার করেছেন তিনি।

প্রেসিডেন্ট জোকো উইদোদো ১২টি ‘দুঃখজনক’ ঘটনার কথা উদ্ধৃত করেছেন। এর মধ্যে ছিল স্নায়ুযুদ্ধ তুঙ্গে থাকার সময় কমিউনিস্ট-বিরোধী শুদ্ধি অভিযান। কিছু হিসাব অনুসারে, তখনকার গণহত্যায় প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

প্রয়াত আবদুর রহমান ওয়াহিদ ২০০০ সালে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর উইদোদো হলেন ১৯৬০ এর দশকের রক্তপাতের কথা প্রকাশ্যে স্বীকার করা দ্বিতীয় ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।
একটি অভ্যুত্থানে ছয়জন জেনারেলকে হত্যার অভিযোগে কমিউনিস্টদের বিরুদ্ধে ওই সহিংসতা শুরু হয়েছিল। কমিউনিস্ট, সামরিক বাহিনী এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে তা ঘটে।
প্রেসিডেন্ট উইদোদো বুধবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিস্কার মন এবং আন্তরিকতার সাথে আমি (ইন্দোনেশিয়ার) রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করছি যে, অনেক ঘটনায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ওই লঙ্ঘনগুলোর কারণে আমি গভীরভাবে দুঃখিত।’
 সূত্র: বিবিসি, এএফপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments