Sunday, April 2, 2023
spot_img
Homeবিনোদনঅতিথিদের সামনেই কেঁদে ভাসালেন শাহরুখপত্নী গৌরী!

অতিথিদের সামনেই কেঁদে ভাসালেন শাহরুখপত্নী গৌরী!

চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড কিং শাহরুখ খান। নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তির আগে তাকে বেশ ঝড় সামলাতে হয়েছে। মামলা, হুমকি-এসবের মধ্যেই ‘পাঠান’ রীতিমতো ঝড় তুলেছে পর্দায়। ভারতের অনেক জায়গায় টিকিটের জন্য চলছে হাহাকার। 

দুদিন হলো বলিউডে মুক্তি পেয়েছে ‘পাঠান’। প্রথম দিনেই ১০৬ কোটির ব্যবসা করেছে ছবিটি। বিশ্বজুড়ে ব্যবসা ১০০ কোটি পার করেছে। পাঠানের এমন সাফল্যে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন শাহরুখ। ছবির সাফল্যে কেঁদেছেন গৌরী নিজেও।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ বন্ধুদের দাওয়াত দিয়েছিলেন শাহরুখ। সেখানে সবাই প্রায় ‘পাঠান’ এর প্রশংসা করেন। সবার কাছ থেকে প্রশংসা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি স্ত্রী গৌরী। 

কারণ এ ছবির নেপথ্যে শাহরুখের অক্লান্ত পরিশ্রম নিজের চোখে দেখেছেন গৌরী। এজন্য বন্ধু ও দর্শকের মুখে প্রশংসা শুনে কেঁদে ফেলেন গৌরী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বক্সঅফিস হিসাবে পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে যে আয় করেছে সেটা আগেই প্রত্যাশা করা হয়েছিল। যদিও অনেকে বলেছেন শাহরুখ সবাইকে ছাড়িয়ে যাবেন, গিয়েছেনও। করোনা মহামারি পরবর্তী গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের রেকর্ডে অবশ্য এখন পর্যন্ত ‘পাঠান’ই সেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments