Saturday, January 28, 2023
spot_img
Homeখেলাধুলাঅজিদের জুতায় মদ খেতে দেখে বেজায় চটেছেন শোয়েব!

অজিদের জুতায় মদ খেতে দেখে বেজায় চটেছেন শোয়েব!

টুর্নামেন্টের শুরুতে যাদের কেউ ফেবারিট হিসেবে গোনায় ধরেনি, সেই অস্ট্রেলিয়াই জিতে নিল শিরোপা। সেটাও প্রথমবারের মতো। তাই ম্যাথু ওয়েডদের আনন্দ-উল্লাসটা একটু বেশিই ছিল। নিউজিল্যান্ডকে আরেকবার কষ্টের সাগরে ডুবিয়ে ওয়ার্নাররা মেতেছিলেন মদ্যপানে। সেই মদ্যপানের স্টাইলও বেশ চমকপ্রদ। জুতার মাঝে মদ ঢেলে সেটা চুমুক দিয়ে খাওয়া!

সোশ্যাল সাইটে অস্ট্রেলিয়ার উৎসবের ভিডিওতে দেখা গেছে, তারা জুতার মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন! তবে এই উৎসব প্রথম দেখা যায় ২০১৬ সালে। অস্ট্রেলিয়ার মোটোজিপি চালক জ্যাক মিলার এই উৎসব করেছিলেন। সেই বছর জার্মান গ্রাঁ প্রি জিতে একই কাণ্ড করেন ড্যানিয়েল রিকার্ডিয়ো। অস্ট্রেলিয়ায় ‘শোয়ে’ (shoey) নামের এই উৎসব বেশ জনপ্রিয়। উইকিপিডিয়া মতে, ১৯০২ সালে অস্ট্রেলিয়ায় এই উৎসব শুরু হয়।

কিন্তু সবাই ম্যাথু ওয়েডদের এই উদযাপন ভালোভাবে নেননি। তাদের মাঝে অন্যতম শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই পাকিস্তানি পেস তারকা রেগেমেগে টুইটারে লিখেছেন, ‘খুব খারাপ ধরনের উৎসব এটা, তাই না?’ ওয়েডের তিনটি ছক্কা পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপর থেকেই অজিদের নানাভাবে আক্রমণ করে যাচ্ছেন পাকিস্তানি সাবেকরা। জুতায় মদ ঢেলে খাওয়টাও তাই শোয়েবদের কাছে ইস্যু হয়ে গেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments