Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদন‘অগ্নিশিখা’র শুটিং শুরু

‘অগ্নিশিখা’র শুটিং শুরু

‘তালাশ’ ও ‘যাওপাখি বলো তারে’  ছবি দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক আদর আজাদ। তারেই ধারাবাহিকতায় তার বেশ কিছু ছবি সামনে মুক্তি পেতে যাচ্ছে। আর এবার নতুন ছবির শুটিং শুরু করলেন আদর।   নাম ‘অগ্নিশিখা’। আরিফুর জামান আরিফের পরিচালনায় সিনেমাটিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে মানসী প্রকৃতিকে। যিনি এর আগে একাধিক সিনেমায় কাজ করেছেন। ‘অগ্নিশিখা’ ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমায় যুক্ত হওয়ার পরই একটি ফটোশূটে অংশ নিয়েছেন আদর ও প্রকৃতি। জানা গেছে, আজই গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শূটিং শুরু হয়েছে। এরপর নতুন বছরের প্রথমদিকে দ্বিতীয় ধাপের শূটিং হবে মানিকগঞ্জ।

একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র । আদর জানালেন, গল্প বাছাই করেই তিনি নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন। ‘অগ্নিশিখা’র গল্প তাকে মুগ্ধ করেছে। তরুণ এ নায়কের ভাষ্য, গল্পটা ভালোবাসার। তবে এখানে নতুনত্ব আছে। প্রকৃতি বলেন, অবশেষে শুটিং শুরু হলো আমাদের ছবির। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে কাজ শেষ করতে পারি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments