পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মহাকাশ বর্জ্য হিসেবে রয়ে যাওয়া অকেজো স্যাটেলাইট সরাতে নতুন নীতিমালা জারির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। নীতিমালার খসড়া প্রস্তাবটি পাস হলে নন-জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো কত দিন মহাকাশে থাকতে পারবে সেটার সময়সীমা বেঁধে দেওয়া হবে। এফসিসি চায় পাঁচ বছরের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো স্যাটেলাইটগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হোক। তবে এর মধ্যে যেগুলো মহাকাশে আছে সেগুলোর ব্যাপারে নতুন নিয়ম কার্যকর হবে না।
২৯ সেপ্টেম্বর এফসিসি ভোটের আয়োজন করবে। ভোটে প্রস্তাবটি পাস হলে নতুন নীতিমালা জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মহাকাশের বর্জ্য কমিয়ে আনার নিয়মের পরিবর্তন চাচ্ছে এফসিসি। ভবিষ্যতে যে কম্পানিগুলো স্যাটেলাইট পাঠাতে চায় তাদের স্যাটেলাইট ফিরিয়ে আনার পরিকল্পনাও আগেভাগে করতে হবে। আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা আরো বাড়বে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে নতুন আরো ১৮ হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এতে বৃদ্ধি পাবে স্যাটেলাইটে স্যাটেলাইটে সংঘর্ষের মতো ঘটনাও। সূত্র : এনগ্যাজেটস