যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩৭১ জন এবং মারা গেছে ১০ লাখ ২৫ হাজার ৭৬৪ জন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছেন, এটি দুঃখজনক মাইলফলক। চলমান মহামারির মধ্যে মার্কিনদের তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে করোনায় মৃতদের পরিবারগুলোর অপূরণীয় ক্ষতির কথা স্বীকার করেছেন এবং তাঁর দেশের বাসিন্দাদের এ রকম দুঃখে অসাড় না হওয়ার আহ্বান জানিয়েছেন।
জন হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখনো ১৮ লাখ ২০ হাজার ৩১১ জন করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে।
গত বুধবার দেশটিতে ৮৭ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২২৬ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার, ডেইলি সাবাহ।