Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকঅং সান সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড

অং সান সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড

মিয়ানমারের একটি সামরিক আদালত অং সান সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে তার সামগ্রিক জেলের সময়কাল ৩৩ বছর হয়েছে। ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে স্থানীয় সময় শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।  

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয় এবং তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

এর পর থেকে নোবেলজয়ী সু চি (৭৭) গৃহবন্দি ছিলেন। এরপরে তিনি ১৯টি অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।  

শুক্রবার তাঁকে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়। দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, দাপ্তরিক গোপন আইন লঙ্ঘন, কভিড জননিরাপত্তাবিধি লঙ্ঘন, একজন সরকারি মন্ত্রীর জন্য একটি হেলিকপ্টার ভাড়া করার নিয়ম অনুসরণ না করাসহ ১৪টি বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে মিয়ানমারের সামরিক সরকার সু চির বিচার এবার বন্ধ দরজার পেছনেই করছে। যেখানে জনসাধারণ ও মিডিয়ার প্রবেশে বাধা ছিল। এমনকি তাঁর আইনজীবীদেরও সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ ছিল। অং সান সুচি বেশির ভাগ সময় রাজধানী নেপিডোতে গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন।

সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments